বারে বারে আমি দোষী হয়ে যায় ।
হয়তো এগিয়ে গিয়েছি বা কিছুটা পিছিয়েছি ।
তোমায় নিয়ে আর পারিনা, সাথে সাথে চলতে পারনা ।


সুরে সুরে পথ ভুলে গেছি ।
হয়তো পঞ্চমটা নড়েছে কড়ি মধ্যমটা লাগেনি ।
তুমি কি কোনদিন ও সঠিক ভাবে চলতে শিখবেনা ।


দুরে দুরে থাকতে অভ্যস্ত হয়েছি ।
কোকিলের কুহু বছরের প্রথম বৃষ্টি ভালো লাগে ।
তুমি এখনো সেই একইরকম রয়ে গেলে পাল্টালেনা ।


শীত শীত সকালে রোদ্দুর চেয়েছি ।
ঘাসের ভিতর শিশির, খেজুর রসের খোঁজ করি ।
সেকি তোমার নাকি সাত সতেরো অসুখ। হায়রে ইশ্বর ।


ঘুম ঘুম রাত্তিরে কুয়াশা চেয়ে বসেছি ।
রাত জেগে জানালায় রাতকে ক্লান্ত হতে দেখছি ।
শুনছ একটু ঘুমোও, কাল দশটায় ব্লাড নিতে আসবে ।


ধুঁকে ধুঁকে এভাবে বাঁচতে ভালো লাগে ?
তবু বাঁচতে হয় বেঁচে থাকি, হাসতে হয় হেসে ফেলি ।
চিত্কারে বলি আমি পেশেন্ট নই, দেখো আমি সম্পূর্ণ সুস্থ ।