মনে প্রাণে কিছু একটা চাইছি।
কিছুতে তা হয়ে উঠছে না।
রাত জেগে জেগে মরু পার হই।
আকাশের উড়াল পাখির ডানায় সীমানা পার হই।
ছেড়া পাল ভাঙা হাল নদীর ঢেউ সামলাই।
সবুজ তৃণভূমি হয়তো ভেসে উঠবে।
হয়তো নতুন একটা চর জেগে উঠবে।
হয়তো রক্তিম হবে আদিগন্ত আকাশ।

প্রবাসী পথিক তোমার পথ চলা থামাও ।
এখানেই নিরাপত্তায় নির্ভয়ে নীড় বেঁধে থেকে যাও।
তোমার ক্লান্ত ডানা সোনা রোদ্দুরে বিছিয়ে দাও।
শিশির ভেজা কোমল ঘাসে পা রেখে শান্তি খুঁজে নাও।
এখানকার জল মাটি বাতাসে তোমারই অধিকার।
ডেকে নাও একে একে দিগন্তের সব হারাদের।
নতুন দিনের বীজ বুনে বানাও যৌথ খামার।
সবার মুখে হাসি ফুটিয়ে স্বপ্ন সফল করো সবাকার।