প্রজাপতি ওরা কখনো মরেনা ।
ওরা রঙে রূপে বেঁচে থাকে ;
হৃদয়ে মননে দেখা না দেখায়
ফেলে আসা কোন স্মৃতির বাঁকে ।


ওই যে আমি আর ওই যে তুই
তুই কি আমার সাথে পারিস?
হলদে কালো প্রজাপতি আমার
ধরতে তাকে বৃথায় চেষ্টা করিস।


গাল ফুলিয়ে ফিতের বেনি দুলিয়ে
বসলি গিয়ে পার্কের বেঞ্চিতে ।
ইশারায় বললি আমার সাথে আড়ি
প্রিয় প্রজাপতি দিলাম তোর হাতে।


এক নিমেষে তুই দৌড়ে পালালি
বলে গেলি তুই যে দেখি খুব বোকা।
তিতলি, এখনো সেই নাটক করিস
আমিও ইচ্ছা করে হইযে ভ্যাবাচ্যাকা ।