নতুন প্রজন্ম চেনেনা বকুল কাকে বলে ;
ছাতিম ফুলের গন্ধে যে অদ্ভুত মাদকতা জানেনা;
একদিন মৌ'কে রক্তকরবীর সামনে রেখে বলি
বলতে পারবে - এই ফুলের নাম কি ?
আকাশ পাতাল ভেবে বলেছিল জবা !
একদিন সায়ন্তন'কে বললাম রেডিওতে কি গান বাজছে ?
সটান বলেছিল ওটা টেগোর সং হবে আঙ্কল !
স্কুলের অনুষ্ঠানে বাজছিল কি রকম কান্না কান্ন সুর।
অয়ন্তিকা বলেছিল বাড়িতে মা বাবা আর কাজের মাসি থাকে
আম্মা দাদু ওরা দুজনেই থাকে বৃদ্ধাশ্রমে ।
না ওর চোখে কোন আক্ষেপ দেখিনি বরং খুশী ঝরছিল ।


অবশ্য দোষ আমাদের
আমরাই চেয়েছি ওরা ছুটুক ...
ভোর... সকাল... দুপুর... বিকেল... সন্ধ্যা... রাত্রি
এক্কেবারে টগবগে টাট্টু ঘোড়ার মতন ।
ছুটতে ছুটতে ওরা ভুলে যাক রূপকথা,
ভুলে যাক বটবৃক্ষের অন্যন্য শাখা গুলো
ছিঁড়ে যাক মাড়িয়ে যাক সময়ের দোহায় দিয়ে
গাছের শিকড় আগাছা আরও আরও অনেক কিছু।

কে যেন বলেছিল...
ওদের তো আপনি বিক্রি করবেন তাইনা ?  
তৈরি করুন ওদের এমন যত্ন করে
যেন দামী কম্পানিরা ক্রয় করতে নিলাম ডাকে।


ফুল টেগোর সং কৃষ্টি সংস্কৃতি না জানলে ও চলবে।  
         অনেক কথা হয়ে গেল ।
                রক্তিম শুভেচ্ছা ।