ওদের স্বপ্ন গিয়েছে চুরি
খেলতে পারেনি রুমাল চুরি।
মাঠের সবুজে ঘাম ঝরেনি
কোনদিন খেলেনি বসন্তবুড়ি।
ওদের অবোধ সবুজ মন
সারা সময় পড়তেই যায় কেটে।
স্বপ্নেও ওরা পায়না একটু ছুটি
তখন বইগুলো সব নিঃশব্দে হাঁটে ।


কোথায় গেল সহজ সরল কিশোরবেলা
বই চাপাতে হলদে হওয়া সবুজ ঘাস।
এই প্রকৃতির কাছে অনেক শেখার আছে
গোমড়ামুখে কেন? জিজ্ঞাসাটা চালিয়ে যাস।


পাখীর মতন নীল আকাশে উড়তে ইচ্ছা হয় ?
ঝর্ণার মতন ঝরঝরিয়ে ছুটতে ইচ্ছা হয়?
সূর্য ডুবলে রাত্রি কেন সূর্য ওঠায় দিন!
জন্ম হলেই মৃত্যু কেন জানতে ইচ্ছা হয়?
ঘুমের ভিতর বইগুলো সব দে তাড়িয়ে দে।
যা ছুটে যা তেপান্তরে পাবি রূপকথার
এক দেশ।
প্রশ্নবানে নে জেনে নে জীবনের সব ধারাপাত
বড়ই অভাব এই দেশেতে মানুষের মত মানুষ।