প্রকৃতি মাঝে মাঝে দ্রোহ ঘোষণা করে ...
আমরা মানুষ তখন নড়েচড়ে বসি...
কপাল চাপড়ায়, ভাবি এ কী ভুল করেছি...
জোড়হাতে তখন বলি এবারের মতন মাফ কর ...
কিন্ত আবার সেই ভুল করে ফেলি...
বার বার জানতে অজান্তে করি কথার খেলাপ ...
দোহায় দিই মানুষের কল্যানে এইসব কর্মকাণ্ড ...
অন্তরে জানি দেশে বিদেশে সযত্নে গচ্ছিত মণিকাঞ্চন ...
নিতান্ত লোভ আর লাভের আশায় শুন্য করে ফিরি...
এক্কেবারে শুন্য করে, শুন্যতা ভরে রাখি প্রান্তর জুড়ে...


তাই তো সে ফুঁসে ওঠে ফনা তোলে ভয়ঙ্কর।
রুষ্ট হয় । প্রলয়ের নৃত্য শুরু করে নটরাজ ।
কবে আমরা সরব হব ।
নিজেরা সচেতন হয়ে করব প্রতিবাদ।