জানলার গ্রিল ধরে আমার আকাশ দেখা এক নেশা
সকাল থেকেই মন গুমোট করা মেঘলা আকাশ ছিল।
বুঝে ছিলাম যাবো যাবো বিকেলেই চকিতে ঝড় উঠবে।
ঝড়ের মত এলোচুল খুলে একলা মেয়ে ছাদে এলো।
না সে কৃষ্ণকলি নয়!


সেও ঝড়ের সাথে পাল্লা দিয়ে শুরু করে নাচের প্রস্তুতি
বৈশাখী ঝড় দাপট দেখিয়ে চেষ্টা করে গাছের মাথা নোয়াবার।
গাছের ডাল ভাঙে পাতা ঝরে, তবু সে সমানে লড়াই করে
মেয়ের নিখুঁত নৃত্য ভঙ্গিমাতে তাই '' পিনাকেতে লাগে টঙ্কার।
না সে কৃষ্ণকলি নয়!


অপূর্ব প্রশান্তির এই বৃষ্টি তখন আমার হৃদয় ভিজিয়ে যায়।
আমি ভিজছিনা। আমার মন প্রাণ শুধু ভিজে ভিজে সিক্ত হয়।
পাশের বাড়ির ছাদের জল শদ করে মাটিতে পড়ছে।
আশ্চর্য সেই মেয়ে একা একা বাড়ির ছাদে নৃত্যে মেতেছে
না সে কৃষ্ণকলি নয়!


যে কথা দিয়েছিল, সে এখন নাবিক অন্য সাগরে অন্য শহরে,
চেনা ঢেউগুলো খুব অচেনা, যারা বারে বারে আসত তাঁর তীরে।
হারিয়ে যাবার ডাক উপেক্ষা করে নিজের মনে শপথ নিয়েছে।
মেয়ে দমেনি এককণা সে এখন বিজলী হানে সময়ের পথ ধরে।
না সে কৃষ্ণকলি নয়!


ঝড়ের সাথে এলোমেলো বৃষ্টি, রসাতলে এবার যাবে কি সৃষ্টি;
একি অনাসৃষ্টি প্রবল অরন্য বৃষ্টি, মাঝে মাঝে হারিয়ে ফেলি দৃষ্টি।
আজ বুঝি মেয়ে নিজেই অনন্যা, উত্তর খুঁজে পেয়ে হয়েছে ধন্যা
ঝড় বৃষ্টি বজ্রের সাথে মিলে মিশে সে যেন আজ প্রকৃতিকন্যা।
না সে কৃষ্ণকলি নয়!,