প্রতিদিন ঘুম ভাঙছে একটা নির্দিষ্ট সময়।
ঘুম ভাঙার পর নিজেকে খুব অসহায় লাগছে।
কারণ, আর কিছু নয় একটা দুঃস্বপ্ন;
রোজই দেখি দেখবার পর ঘুমটা ভাঙ্গে।
এতদিন বিশ্বাস করতাম না, এখন করি!
একই স্বপ্ন একই পাত্র-পাত্রী একই সময়ে,
ঘুম ভাঙ্গা সবটা যেন নিয়মিত অভিনীত নাটক।
ল্যাম্পপোস্টের নিচে কালো গাড়ি এসে দাঁড়ায়।
কালো শাড়ি পরা মেয়েটা নিঃশব্দে উঠে পড়ে।
আর রাস্তার বাঁকে গাড়িটাতে আগুন ধরে যায়।
প্রচন্ড একটা চিৎকার আমাকে বাঁচাও।
সেই শব্দে আমার ঘুমটা ভেঙে যায়।


আজ ঠিক করলাম ঘুমাবোনা জাগবো সারারাত।
কখন যেন দুচোখ জুড়ে তন্দ্রা এসেছিল।
কাল গাড়ির ড্রাইভার সিটে আমি নিজেকে আবিষ্কার করি।
ল্যাম্পপোস্টের নিচে দাড়ানো মেয়েটার কাছে গাড়িটা থামাই।
কালো শাড়ি পরা মেয়েটা গাড়িতে উঠে পড়ে।
গাড়ি এগিয়ে যায় সেই পথের বাঁকে।
পিছনে থাকে মেয়েটা দেশলাই চেয়ে বসলো।
মিস্টার দত্ত সিগারেট খাব দেশলাইটা দিন।
মিস্টার সেন আজকে আসতে পারেনি তাই আপনি প্রক্সি দিচ্ছেন।
মন্ত্রমুগ্ধের মতো দেশলাই বাক্সটা এগিয়ে দিলাম।
মেয়েটি বলল, এবার আপনি নেমে পড়ুন গাড়িটা জ্বলে উঠবে।
নেমে যাবার পরমুহূর্তে আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে।
তারপর সেই বিশাল চিৎকার - আমাকে বাঁচাও।
চিৎকারে তন্দ্রা ছুটে গেল, আমি তখন রাস্তার ধারে।
তারপর! তারপর আর আমার কিছু মনে নেই।