কাল সারারাত চোখে ঘুম আসেনি ।
বিছানায় করেছি শুধু এপাশ ওপাশ ;
রাতটা মনে হয়েছে যেন একটা গোটা পৃথিবী ।
কতকাল ধরে চলেছে তার কোনো হিসাব নেই ।
     এ চলার যেন শেষ নেই। ঝি ঝি ডেকে চলে একটানা
     মাথার কোষে কোষে চলছে একটা অসম যুদ্ধ,
     কেউ হারেনা কেউ জেতেনা, আমিই একা জেগে ।
     একটা দুটো গাড়ির আলো ঘরের অন্ধকার ফুটো করছে ;
আকাশের দিকে চেয়ে দেখি, তারাদের ঘুমচোখ
চাঁদের আলো গলে গলে গিয়ে হয়েছে ম্লান ।
কেন জানি মনে হচ্ছে আজ আমার শেষ দিন
কালো আলকাতরা ফোটায় রাতের অন্ধকার বাড়ছে ।
      কেন যে এমন হলো, একটা স্বপ্ন বুঝে উঠতে পারিনি ।
      মৃত বাবা ঝুলকালি মুখে বাড়ির দরজায় উপস্থিত ।
      তিনি যেন জোর করে হাসি ফোটানোর চেষ্টা করছে ;
      কি জানি ভীষণ ভয়েতে মুখের উপর দরজা বন্ধ ।
দরজা বন্ধ করে অঝোরে কাঁদলাম, কেন এমন করলাম;
মাথার ভিতর যেন বিড়বিড় করছে হাজারটা প্রশ্নপোকা ।