মেঘের প্রতিলিপি মন এখন হয়নি ।
মনে এখন একরাশ আতঙ্ক
কালো ছায়া ঘুরছে ফিরছে
ভয় দেখাচ্ছে , অট্টহাসি হাসছে ।


কাশফুলের প্রতিলিপি মন এখন পায়নি ।
এপাশে ওপাশে মৃত্যুর হাতছানি
জীবনরেখা যেন একটা সরু আলপথ
বালান্সের খেলা খেলে চলেছি ।


ঝরে পরা শিউলি হাসির প্রতিলিপি হয়নি ।
মৃত্যু ছুঁয়ে গেছে ফুলের শরীর
যন্ত্রণা রয়ে গেছে অনন্ত কালের
নতুন দিনের সূর্যের খোঁজ চলছে ।


আগমনীর সুর খুশির প্রতিলিপি পায়নি ।
হারিয়ে যাওয়া আতঙ্কের সুর বলছে;
মুখোমুখি জীবন আর মৃত্যু
সবুজ ঘাসের দিন ওই বুঝি আসছে ।