তোমাকে দেওয়া রক্তগোলাপ
কি করে যে আতঙ্ক হয়ে গেল বুঝতে পারিনি।
তোমার চিৎকার প্রতিধ্বনিত হয়
লেকের জলে সে বৃত্তাকারে তরঙ্গ তুলে ধায়।
দাঁড়িয়ে থাকা প্রাচীন রেইনট্রি  
ক্ষণিকের জন্য চমকে অবাক হয়ে গিয়েছিল।
চীনেবাদাম বিক্রেতার বিস্ফারিত চোখ,
লেমন চা'ওয়ালা কি মনে করে ফিরে গেল।


কানে অনবরত সেতারের ঝালা
যেন গরম সীসা কে নির্দয়ে ঢেলে চলেছে।
এখন মনে হয় অনেক রাত
কতক্ষণ এখানে আমি একা দাঁড়িয়ে জানিনা।
গোলক চাঁপার তলে কেউ ছিলনা
টুপ করে একটা ফুল ঝরে পড়ার শব্দ হোল ।
নিওন আলোয় দেখি সেই রক্তগোলাপ
লেকের জলে ভাসিয়ে দিলাম প্রত্যাখাত প্রেম।