ঝঞ্জা ঝড় বৃষ্টি উপেক্ষা করে এসে গেলি  
আকাশের বিদ্যুত ভ্রূকুটিকে মুষ্ঠিতে শাসন করে,
প্রতিটি বজ্রপাতের শব্দ শক্তিতে ছাপিয়ে দিয়ে ,
          ক্রন্ধন ধ্বনি পৌছে গেল দিক থেকে দিকে ।
বেজে উঠলো শংখ নিনাদ জ্বলে ওঠলো মঙ্গলদীপ
ভোরের আলো যেন মুক্তি পেল কৃষ্ণগহ্বর থেকে ;
পাখির কাকলি বার্তা ভীত অরণ্যকে আশ্বাস দেয় ;
         মায়ের চোখে চোখ রেখে বলে দিলি আমি এসেছি ।
পদ্মপাতার হীরক কুচি টুপ করে জলে পড়ল
জলেতরঙ্গ কানায় কানায় বৃত্ত থেকে বৃত্তান্তে ,
সাড়া পড়ে গেছে সারা জলমহলের আনাচে কানাচে;
          নীলাম্বর জলদগম্ভীরে বলে প্রত্যুষা বুঝি এলো ।