সাতসকালে এক মুখ হাসিটুকু দেখলেই মনে  হয় তুমি ।
একটা গান " ভুল সবই ভুল " শুনলেই মনে হয় তুমি ।
আসর শেষে  গরম চা’য়ে চুমুক দিলেই দেখি তুমি ।
মুঠোফোনে সবার আগে খবর দিয়েছ মানেই তুমি।


এইতো এখানে দিব্যি ছিলে, হটাত কোথায় উধাও হলে ।
‘’কেমন আছিস‘’ ত্রস্তপায়ে এগিয়ে এসে সব ভুলিয়ে দিলে!
বৃষ্টি দিনে ছাতা খুলে, দাঁড়িয়ে ছিলে কামিনী গাছের তলে;
এসব কি কথার কথা ! একনিমিষে যায় কি করে ভুলে !


কামিনীর পাপড়ি ঝরে যায়, পরিযায়ীরা ঘরে ফিরে যায়।
তুমি ও ফিরে যাবে শিপ্রা নদীর মতন সাগর মোহনায় ।
এত কিসের তোমার তাড়া, যেতেই হবে নতুন ঠিকানায় ।
অনুরোধ করি সেই গানটা গেও, যে গান তোমায় মানায় ।