সশব্দে সতর্ক করে দেওয়ার পর সে  এসেছিল।
নিস্তব্ধে নিসর্গ তার মায়াজাল বিছিয়ে ছিল।
তেমন কিছু করতে না পারলেও চেষ্টা করেছিল।
আরবের নীল সাগর উত্তাল হয়েছিল।
খোলামকুচির মতন জাহাজ দোলাবার চেষ্টা করেছিল।
কয়েকটা গাছ ভূপাতিত করবার সফলতা এসেছিল।
আংশিক সফল হলেও সম্পূর্ণ সফল হতে পারেনি।


তবে বাংলার আতঙ্ক তাড়িয়ে নিয়ে গিয়েছিল।
চোখের লোনা জলে এখনো মাটি নোনতা।
দিগন্ত বিস্তৃত শুধু ধ্বংসস্তূপের ছবি ছড়ানো।
পেটের খিদে মেটাতে চলছে এখনো লড়াই
মাথা গোঁজার একটা ঠাঁই বানাবার চলছে লড়াই।
যে ভাইটা পরিযায়ী নাম নিয়ে ফিরে এসেছে
তার পুনর্বাসন দেবার একটা চেষ্টা চলছে সেটাও একটা লড়াই।