টুকরো টুকরো ছবিগুলো জুড়তে জুড়তে
                    গোটা একটা ছবি ।
গুমড়ে গুমড়ে ইটপাঁজর কেঁদে কেঁদে বলে।
                     স্রষ্টা তফাত যাও ।
ভেঙে ভেঙে পড়ছে বাড়িটা দেখতে দেখতে
                     চারটে দশক শেষ ।


একটা একটা করে ইট, সাজিয়ে সাজিয়ে
                  দাঁড়ায় দুইকামরা বাড়ি।
ঝিরি ঝিরি বৃষ্টি ছাদঢালায়, মনে মনে
                  প্রমাদ গুনি সর্বশেষ ।
সরিয়ে সরিয়ে মেঘ, সূর্য্য ওঠে হেসে হেসে
                   সে যাত্রা গেছি বেঁচে।


ছড়িয়ে ছড়িয়ে স্বস্তি, এখানে ওখানে শান্তি
                   সোনালী স্বপ্ন জাগে ।
কিচিরমিচির চড়ুই ঘুলঘুলিতে দিন রাত
                   দুঃখ সুখের খুনসুটি ।
ফেলে ফেলে আসা বাড়ি একা একা থাকে  
                গুটিপোকা থেকে প্রজাপতি।


দাও দাও বেচে বাড়ি, হাতে হাতে কিছু পাও
                  সামনে শালীর বিয়ে ।
কোনে কোনে স্মৃতি কত ঘুলঘুলিতে প্রেমপত্র
                  ইটের পাঁজরে আরো কত।
ধীরে ধীরে মন বিদ্রোহী, চোখে চোখে আসে জল
                  কিছুতেই বাড়ি বেচবোনা ।