তোর বুকে যদি এখন কিছু কথা থাকে এবার বলে দে...
চেয়ে দেখ সূর্যাস্তের শেষে ও আকাশ এখনো রক্তবর্ণ...
দলছুট এক পাখী ঘুড়ির সুতোয় লটকে পড়ে মাটিতে ...
একঝাঁক উন্মুখ সাদা কামিনী এখন ফোটবার অপেক্ষায় ...


তোর গহীন মনের অন্ধকারে স্রোতস্বিনী মুক্তি চায়ছে ...
কনে দেখা শেষ রোদ্দুরের লালিমা তোর কপোলে ...
নদীর গতি থমকে তোর জ্যামুক্ত শব্দধ্বনি শুনতে...
সকালের স্থলপদ্ম গোলাপী হয়েও মাটিতে পড়েনি ...


জানিস, তোর নির্লিপ্ততায় এ হৃদয়ে সুনামী ভাব আনে ...
নটরাজের প্রলয় নাচন মধ্য যামিনীর অকৃপণ নির্জনতায় ...
মরা চাঁদের কান্না তখন হিমের পরশ হয়ে মাটি ভেজায় ...
আমারও ইচ্ছা হয়, রাতস্বপ্ন হয়ে তোর সরোবরে ঝাঁপ দিই...


তোর বুকে যদি এখন কিছু কথা থাকে বলে দে...