তুমি রহস্যময়ী তোমাকে চেনা আমার হলোনা।
কখনো কখনো মনে হ্য় এই বেশ ভাল থাকা ।
      খুঁজতে খুঁজতে রাত গভীর ঘুমিয়ে পড়ে ক্লান্ত চাঁদ
      জাগতে জাগতে চোখের পাতা এমনি নেমে আসে।
আমিও হারিয়ে যাই গভীর গহন আঁধার খামে
যেন কোন লিপিকার লিখে নিচ্ছে যাবতীয় কিছু ।
      ক্রমশ ঝিঝির ডাক জোনাকির জ্বালানীও স্তিমিত
      যেন এক রানার ছুটে গেল দিনের আলো সন্ধানে ।
সকালের আলোতে দিনের নানান কাজে ভুলে গেছি
তোমায় কাছে নীল নদের সভ্যতার কথা জানার ছিল ।
      প্রথম শস্য দানা শরীরে নিয়ে তুমি অনুপমা আনন্দী
      সন্ধ্যায় আকাশের নীল চোখে নিয়ে আবার রহস্যময়ী ॥