রানী'র ক্রীতদাসেরা মোটেই কথা শুনছে না।
মুকুটের নীলকণ্ঠ মণির দ্যুতি কি ক্রমশ কমছে?
হাতের চাবুক কি সপাং সপাং ধ্বনি শুনতে চাইছে?


রানী'র পারিষদদের মুখের জ্যামিতি বদলেছে;
চতুর্দিকে থেকে বিদ্রোহ বিদ্রোহ বিপদের গন্ধ আসছে;
গোপনে কারাসব যেন শিকল ভাঙ্গার কাজ করে চলছে।


রানী এখন নিজের ছায়া'কেও বিশ্বাস করছেনা ;
রাজ্যচ্যুত হয়ে নির্বাসনের কথা বারবার মনে আসছে;
''রজ্জুতে সর্পভ্রম'' তাই ক্ষণেক্ষণে আতঙ্কে জেগে উঠছেন ;


রানী'র নিজের রচিত কাননে একি বিশৃঙ্খলা !
দিনে সূর্যের অনুপস্থিতি রাতে ইন্দুপতির অদর্শন;
মাঝে মাঝেই শীতের উপদ্রব, পঙ্গপালের অবাধ বিচরণ।


অন্দরমহলে বারমহলে গভীর ষড়যন্ত্র ।
কোষাগরে ভীষণ ভাঁটা,বণিকেরা পথ ভুলছে।
রানী'র এখন গভীর অসুখ, কি হয় কি হয় মন বলছে।