যখন পাশে চেয়ে দেখি একরাশ শূন্যতা ;
আমার চেনা পথ তখন অচেনা হয়ে যায়।


যখন চেনা গান গাইতে সুরে তালে ভুল করি;
জানি তখন তুমি স্বরলিপি হয়ে পাশে নেই ।


যখন বসন্তদিনে শুনি কোয়েলের ক্লান্ত স্বর;
আসবেনা দখিনা হয়ে কৃষ্ণচূড়া জেনে যায় ।


যখন নুড়ি পাথরে পাহাড়ী নদী মুখ লুকায়
পথ হারিয়েছ প্রজাপতিরা কি করে বুঝে যায়?


যখন দিশাহারা মেঘেরা যাযাবরের মত ধায় ;
ওরা যে খোঁজে তোমাকেই তখনই  বুঝে যাই ।


যখন তারাভরা রাতে দেখি চন্দ্রকলায় চন্দ্রিমা;
অকাতরে জোত্স্না করি পান, রাতজাগা পাখী হই ।