কবিতা তুমি আজ থেকে হও সহজ ভাবনা।
ভাবনাগুলো পাখনা পেয়ে উড়ুক জুড়ে শহর।
শহর আমার ভুলে ভরা, তবু স্বপ্নে সে মধুক্ষরা।
মধুক্ষরার মধু শুষে নেয়, অজগর কালো রাজপথ।
রাজপথের নিওন আলোয় কারা করে উল্লাস।
উল্লাসে যারা মত্ত ওরা জানেনা সামনে দিন কঠিন।


কঠিন অঙ্ক জটিল বড়, প্রশ্ন জবর খোঁজে উত্তর;
উত্তর চেয়ে গলা ফাটিয়ে, ওরা হয়ে যায় প্রতিবাদী।
প্রতিবাদ নাকি স্পর্শকাতর ভাবলেই বাড়ে জ্বর;
জ্বর বেড়ে ভাঙ্গে থার্মোমিটার, গিটারে যুদ্ধ গান।
গান ছুঁয়ে যায় নদীর পাড়, মাটিতে লুটায় অহঙ্কার;
অহঙ্কারের শেষে মানুষের মুখে মুখে রাত্রির কবিতা।