কেউ কি জেগে? বন্ধ জানলাটা খুলে দেবে!
অক্ষত নীল আকাশটা দুচোখ ভরে দেখব;
বামদিকে একটা লাল কৃষ্ণচূড়ার গাছ আছে।
ফুলের ঢল আসলে দেখতাম দুচোখ ভরে,
অজানা পাখির ভিড়ে একটা বুলবুল থাকতো
আর এসেছিল পরীর মতন এক মেয়ে ।


ও মেয়ে কি তোর নাম? কোথায় তোর বাড়ি?
মেয়ে কিছু বলেনা, অবাক চোখে শুধু দেখত
শুধু ইশারায় বলেছিল ফুল পেড়ে দেবে ;
একগোছা কৃষ্ণচূড়ায় সে ভীষন খুশী
প্রসন্নতার জোত্স্নায় তার সারা মুখ জুড়ে
নদীর কলতান সুরে সে বলে উঠেছিল...
তুমি আমাকে রডোডেনড্রন এনে দেবে;
আমি কোনদিন সে ফুল দেখিনি ।
ভালবাসা গন্ধের আতর মিশিয়ে
আমি বলেছিলাম এনে দেব মেয়ে ;


হৃদয়ে ফুটিয়েছি রক্তলাল রডোডেনড্রন ;
মেয়ে আসেনি আর কোনদিন সে আসেনি ।