বল্কলের মতন বছরটা জীবন থেকে গেল খসে
শীতের পরশ পেয়ে যেমন পাতারা ঝরে যায় ।
এই ব্যস্ততার জীবন কত স্বপ্ন দেখতে চেয়েছে
স্বপ্নভঙ্গ কিছু কীটের দংশনে, কিছু ঘন কুয়াশায় ।


প্রকৃতির মতন বাস্তব অসম লড়াই করতে করতে
বারবার উন্নত মস্তকে প্রতিদিন জেগে উঠে দাঁড়ায়।
পরজীবীর মতন আতঙ্ক ঘিরে ধরে থাকে অবিরত,
জীবন গোলকধাঁধা,চোখে মুখে তবু জেদ বেড়ে যায়।


আস্তিনে লুকানো ছুরি, উপবাসী রক্তের স্বাদ খোঁজে ;
যৌবন কুরে কুরে খেয়ে শেষে মৃত্যুতে রেখে দাও ।
প্রতিশ্রুতি পেতে পেতে বীতশ্রদ্ধ, নিস্প্রভ মুখগুলো
(তাই) কোরাসে বলছি আগামীর আলো রোদ্দুর এনে দাও।