কেটে যাওয়া নীল কালো সাদা লেজওয়ালা ঘুড়িটা
দিব্যি হাওয়ায় ভেসে ভেসে ফিরছিল।
আকাশের দেশে মেঘের গন্ধে সে মাতোয়ারা।
নিজের সুতোর ষড়যন্ত্রে আটকে গেল তালগাছে।
যতই ছটফট করে ততই জড়িয়ে পড়ে।
বন্দীদশায় কাটতে থাকে দিন রাত্রি
একদিন দুদিন বেশ কয়েকদিনে হয় ক্লান্ত।
বন্ধু হাওয়ার বেগে সে আবার উড়তে চায়।
কিছুটা সফল হলেও পারেনা ।
একদিন বৃষ্টি এলো সে নিজেকে বাঁচালো
দারুন শীতে রাতের শিশিরে সে দুর্বল হোল;
সকালের পরম বন্ধু সূর্য খবর নেয়
কেমন আছো? মুখ দেখে মনে হয়।
তুমি মোটেই ভালো নেই।
ঘুড়িটা তেজদিপ্তে স্বরে বলে আমি স্বাধীনতা চাই।
সূর্য বলে দাঁড়াও বন্ধু। দেখি আমি কি করতে পারি।
ঝড়কে খবর দাও বন্ধু, আমি মুক্তি চাই।


সত্যিই সেদিন ঝড় উঠল;
সম্মিলিত শক্তিতে উত্তাল হোল দেশ
তোলপাড় হয়ে গেল মুমূর্ষু হৃদয়
বাঁধন ছিঁড়ে উড়ে গেল সে আকাশে
হাওয়ায় বেহাওয়ায় ঘুড়িটা রাস্তা করে নেয়।
বন্ধুদের জন্য রেখে যায় রক্তিম অভিবাদন।