সাপলুডো খেলা চলছে ভাই দেখবি যদি আয়
সবুজ খাচ্চে লাল ঘুঁটি হলুদ আবার নীল খায়।


হলদে সবুজ নিদারুন বোঝাপড়া
ভাবখানা ওদের এমন যেন দেখেও দেখেনা।
তুই আমায় শুধু দেখবি কিন্তু খাবিনা
আমি তোকে খাব খাব করবো কিন্তু খাবনা।
তুই খাবি সারা দেশটা জুড়ে
এদিক ওদিক ফুল মালা ছুঁড়ে।
আমি খাব ঠিক তেমনি করে
উইপোকা খায় যেমন করে।
খেয়ে খেয়ে করবো সাবাড়
ঘটি বাটি আর উজার করে ক্ষেত খামার।
সবই করবো ধুলো মাটি
ধনে প্রাণে একদিন হবো খাঁটি এবং পরিপাটী।


সাপলুডো খেলা চলছে ভাই দেখবি যদি আয়
সবুজ খাচ্চে লাল ঘুঁটি হলুদ আবার নীল খায়।
আমরা শুধু দেখব আর জ্বলবো
ছিটেফোঁটা দান ধ্যানে হাততালি ও দেবো।
মাঝে মাঝে আড়াল করে
শাপশাপান্ত করবো আর চোখের জল মুছবো


সাপলুডো খেলা চলছে ভাই দেখবি যদি আয়
সবুজ খাচ্চে লাল ঘুঁটি, হলুদ আবার নীল খায়।