তোমার জন্মদিনে  বলো তোমায় কি দেবো উপহার
ভালবাসার ফুল দিয়ে গেঁথে রেখেছি হার মানা হার ।
অনেক যাদু  তোমার নামে সাফারি লাফিং ক্লাব
যেই চিনেছে সেই থেকেছে সবার সাথে সদ্ভাব ।
হাসতে হাসতে বাঁচতে শেখাও জীবন পরম ধন
ভাল থাকার পথ দেখাও সখা তুমি তুমিই আপনজন।
সাতসকালে দুহাত পেতে তোমার কাছে জীবন চাওয়া
শুধু দুহাত ভরে দিয়ে গেছ, এ যেন এক পরম পাওয়া ।
ঝুলিতে তোমার কত্ত হাস, মুচকি এবং অট্টহাসি
সিংহ হাসি লশ্যি হাসি  প্রশংসা আর দোলায়িত হাসি ।
হাসি দিয়ে নীরোগ করো, খুশী আনন্দ দাও ভরে
জীবিকার চাপে অবনত মাথা উন্নত তুমি দাও করে ।
পেরিয়ে এসেছ কতটা পথ। এখন তিন দশকের পথে
চির নবীন চির সবুজ, তোমায় মানায় সূর্যরথে ।
শহর বড়ই দূষণে দূষণ তার মাঝে তুমি বৈতরণী
সাথে রেখো পাশে থেকো, কল্যাণে আমি কল্যাণী