তখন নিজেকে মনে হয় দুর্বলচিত্ত
যখন দেখে ফেলি এমন এক চিত্র ;
   একা দাঁড়িয়ে নির্জন সাগর বেলায়
   অবিশ্রান্ত ঢেউয়েরা তোমায় ছুঁতে চায় ;
       শুধু গরজায় ফসফরাস ফেনা তুলে,
       তুমি আনমনা আকাশ সাগর নীলে ।
উদ্দাম উতল বাতাসের যুগ-ভিক্ষাপাত্র
আহা শৃঙ্গার দৃষ্টি দিয়ে পূর্ণ করেছ অদ্য ;
   ওদের আনাগোনায় এলোচুল পরিশান্ত
   মেয়েখেলাতে ব্যস্ত নীল বসনাঞ্চল প্রান্ত ;
       সেই সাগরিকা খুঁজে ফিরি নুলিয়া একান্ত
       ঝিনুকের মালা হাতে শঙ্খনিনাদে জাগ্রত ।