কি ভেবে বলে দিলে, এগিয়ে যাও আমি আসছি।
     নিঃশব্দে সে বেদবাক্য মেনেছি
             জবাব চাইনি এগিয়ে গেছি;
আমার ও ইচ্ছা হয় হাতে হাত রেখে যেতে বহুদূর
      রুপোলি জোত্স্নায় ভিজে যাক শরীর;
              দেখব নতুন করে পাখী ডাকা ভোর।
অনেকটা দূর চলে যাবার পরে পিছনে ফিরিনি
     জানি, তুমি এখন নও একাকিনী
              এসেছে সে যার তুমি বিরহিনী ।


তুমি এখন ছিঁড়ে যাওয়া পাল তোলা এক নাও
       বেগবতী নদী এখন শুধু বয়ে যাও;
              চাঁদের আলোয় ঠোঁট ভিজিয়ে নাও ।
যে ছায়া মানুষটা তোমার শরীর ছুঁয়ে আছে
        পরগাছার মতন আনন্দ শুষে নিচ্ছে  
              ক্রমশ ডালে ফুলে ফলে পুস্ট হচ্ছে ।
হিমদিনের শেষে বসন্ত হয়ে জেগে তোমার জন্যে  
         সকল খেলা শেষ হলে এসো কন্যে
              আবার সাজাব চাঁদমালায় ও অনন্যে ।