যমুনার জল নাকি স্বচ্ছ হয়ে গেছে
কদমের ডালে ডালে নাকি এসেছে বাহার।
আকশের নীল নাকি এখন ঘন গভীর
নক্ষত্রখচিত ওড়নায় রাত নাকি মোম জোছনার ।


নিশ্চিন্তে ডলফিন খেলা করে সাগরতটে
হারানো জমি খুঁজে পেয়েছে নিশাচরের দল।
পাখীদের কলতান শুনে নেবার এসেছে অবসর
স্মৃতির দরজায় কড়া নাড়ে পুরাতন দিনকাল।


মৌরির মা মেয়েটা কিচ্ছু খাচ্চেনা
বলে আয়েশ করে বিরিয়ানি বানায়।
লছমীর মা মেয়েটার খিদে মিটছেনা
বলে কিলিয়ে তার কান্না থামায়।


ফেরিওয়ালারা একে একে হেঁকে যায়
পসরা নিয়ে যাও কাল থেকে মিলবেনা কিছুই।
সুতীর্থের বাবা হাসতে হাসতে গলদা কেনে
গনশার বাবা কি ভেবে দ্রুত ঘরে ফিরে যায়।