বাড়ির বৌমা বলেছে সে হাজরা বাড়ির ছয় নম্বরছানা।
বড় মেয়ে নয়ন মনি, ছেলে সাত রাজার  মানিকসোনা।
ছোট মেয়ে যাই হোক ছাই ফেলতে যেন ভাঙ্গা কুলো।
বড়জামাই মাননীয় তার আসনে পড়েনা ময়লা ধূলো।
ছোটজামাই গুজুর গুজুর ফুসুর ফুসুর সঙ্গসাথী সবসময়।
বৌমা হলো হেলাফেলা, না হলে নয় এমনিই চলে যায় ।


বৌমা আর শাশুড়ির আদি অনন্ত তিক্ততা  সাথে অমৃত ।
টক-ঝাল-মিষ্টি নিয়ে আমাদের এই গোটা সংসার আবৃত্ত।
শাশুড়ির কর্তব্য বোঝাতে বৌমার ক্ষোভ ঝড়ে দিনমনি।
এটাই নিয়ম আজ যে বৌমা কাল সে হয় শাশুড়ি চিরন্তনী ।