নাম যেন কি তোমার ? বনলতা
বাড়ি তোমার কোথায় ? নাটোরে
হরিণ চোখে কি দেখো ? নদীরে
কেউ আসবে ওই তীরে? মাঝিরে ;


এলো চুলে ঈর্ষা ঝরে ?  মেঘেরে
ধনুক ঠোট তীর মারে ? কথারে
চলার ছন্দে ফুল ফোটে ? হৃদেরে
আঁচল কেন যায় উড়ে ? পবনরে ;


বুকের ভিতর গোপন ব্যথা? গভীরে
তোমায় দেখে মেঘ করে ? বৃষ্টিরে
বৃষ্টিতে মন কেমন করে ? ঝাপ্সারে
নদীতে ঢেউ উথলে ওঠে ? ঝড়েরে;


শরীর জুড়ে বৃষ্টি ঝরে মনে ? তৃষ্ণারে
ডুব দিয়ে কি ডাকবে নাকি ? মরণরে
বহু জন্ম তপস্যাতে মেলে ? জীবনরে
অন্ধকারে নাও খুঁজে নাও ? আলোরে ।