বৈশাখ রাতে ঘূম ভেঙে যায়
       শুন্য শয্যা চাঁদের দখলে ।
তুমি তখন দখিনা বাতাসে
       মিশে গেছো কিছু না বলে ।


এই শ্রাবণে পড়বে কি মনে
       রাত কাটে না তুমি বিহনে ।
বৃষ্টির ধারা আগুণ পারা
       জ্বলে পুড়ে যাই আপনমনে।


আশ্বিন জুড়ে শিউলি ঝরে
      বৃষ্টির বিদায় কাশেরা শুধায় ।
ঢাখের শব্দে আগমনী গানে
      সেকি এলো সে কোথায় ?


অঘ্রাণ ঘ্রানে সোনালী ধানে
      মত্ত মৌটুসি মধু পানে ।
সে আসবে কথা দিয়েছে
     পরবের দিনে পড়েছে মনে ।


ভরা ফাল্গুনে পলাশের আগুনে
       জুড়ায় কি করে পোড়া মন?
বঁধুয়া এলে যেতে নাহি দিব
      পরানের মাঝে রাখিব অনুক্ষণ ।