ঘুম ভেঙে গেল পাড়ার মাইকে গান বাজছে ।
কি যেন গানটা বাজছে ''সারে যাঁহাসে আচ্ছা '' ।
পাশে বিছানায় মা নেই, রাতে আসতে পারেনি;
বলেছিল খোকা রাত বেশি হলে আসবনা।
তেরঙ্গা পতাকা উড়ছে আজ স্বাধীনতা দিবস!
স্বাধীনতা বলতে পার, আমার কষ্ট কেন এত ?
আমার বাবা স্বাধীন, অন্য রাজ্যে কাজ করে ।
আমার দেশে কোন কাজ তাঁর জোটেনি ।
আমার দাদা বিপ্লব, অনেক দিন কোন খোঁজ নেই।
জানিনা সে বেঁচে আছে না মরে গেছে চিরতরে ।
আমার দিদি দামিনী, প্রতিরাতে কাজে যায়।
বিধস্ত অবস্থায় সকালবেলা বাড়ি ফিরে আসে ।
মা মাতঙ্গিনী, সংসারের উনুন জ্বালিয়ে রাখে,
বাবুদের বাড়ি কাজ করে । কাল ছিল উৎসব ।
আমি বিকাশ , জন্মটা কেমন করে বৃথা হয়ে গেল ।
পা দুটো কোন কাজ করে না। থাকি হুইলচেয়ারে ।
স্বাধীনতা বলতে পার, আমার বাঁচার মানেটা কি?
মাঝে মাঝে মনে হয় শেষ করে দিই ধুকপুকুনি।
নিমেষে হারিয়ে যায় সুদুর ওই মহাশুন্যতায় ।
মনে পড়ে মায়ের বিষণ্ণ মুখ,বাবার হার না মানা ;
দাদার উদাস চোখ, দিদির নাটকীয় ঝিলিক মুখ।
তখন মনে হয় বেঁচে থাকি যদি একদিন সুদিন আসে।
সেদিন লড়ে যাবে একরোখা দৃঢ় এক মানসিকতায়।
হেঁটে হেঁটে যেতে পারব ওই সাগর থেকে পাহাড়ে ।
স্বাধীনতা সেদিন তোমার জন্যে গলা ছেড়ে গাইব
                      ''সারে যাঁহাসে আচ্ছা ''