আজ সে চলে গেল ...
সকালে দুচাকাটা এত দ্রুত এগিয়ে আসছিল ...
কালো রাজপথটা পার হতে গিয়ে সে পারলনা...
কুঁজো হওয়া শরীরটা লাট্টুর মত পাক খেল ...
আধ ময়লা সাদা শাড়িটা রক্তে ভিজে গেল ...
তুবড়ে যাওয়া মুখে ছিল তাঁর একটাই দাঁত ...
আঁকিবুকি আঁকা ফোকলা হাসিটা ছিল স্বর্গীয় ...
রক্তমাখা মুখটা যন্ত্রনায় সে ককিয়ে উঠলো ...
আশ্চর্য্য দ-এর মতো শরীরটা নিমেষে সটান ...
কয়েকটা কাকের চিত্কারে জায়গাটা ঝঙ্কৃত হয় ...
রাস্তার কুকুরটা নিঃশব্দে তাঁর কাছে এসে বসে ...
  নিত্যকার সাথী যদি জেগে ওঠে সেই আশাতে !