চশমা'টা যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিনা ।
আজ যে তোমার সাথে দেখা করার কথা ।
       তুমি তো জানো নন্দিনী,
চশমা ছাড়া আমি যে এক পাও চলতে পারিনা।
ছোটো বেলা থেকে তুমি খুব খুব রাগাতে
চায়ের গ্লাসের মতো মোটা কাঁচের চশমা ।
       আমার মুখে সেটা এক্কেবারে বেমানান।
মাঝে মাঝে লুকিয়ে রেখে মজা করতে;
ভাবতে বুঝি ইচ্ছা করে চশমা পরে থাকি
তোমার একটু অনুগ্রহ পাবার আশায় ।
       একদিন চশমা ছাড়া হাঁটতে হাত ভাঙল...
খুব কষ্ট পেয়েছিলে, চোখের জল ও ফেলেছিলে
আর বলেছিলে, এমন মজা আর কোনদিন নয়;
কেমন করে জানি খুব কাছাকাছি এসে গেলে ;
        আমি খুশি হলেও অনেকে হিংসা করতো ।
তারপর থেকে হয়ে গিয়েছিলে বিশেষ বন্ধু
তারজন্য তোমাকে ও কম শুনতে হয়নি ;
তুমি একাই লড়ে গেছো অন্যদের সাথে ।
        আজ যদি পাশে থাকতে ঠিক তুলে দিতে ।
চশমা বিহীন তোমায় লিখে চলেছি নন্দিনী
জানি, তুমি এটা জানবেনা আর পড়বেনা ;
তবু আমি যেন একটা  সান্ত্বনা খুঁজে পাই ।
       হয়তো এখুনি বলবে অনেক হয়েছে  
       এবার চশমা'টা পড়ে নাও অনিকেত ।