সে অনেক দিনের কথা
রাতের ডিউটি শেষ, ঘুম থেকে জাগাও তাদের
যারা একদিন মঙ্গলদীপ জ্বালিয়ে এগিয়ে যাবে।
ভবিষ্যতদ্রষ্টা তোমার দর্শনে অনেকটা দেখতে ;
তাই অক্লান্ত পরিশ্রম নির্ধ্বিদায় উজার করে দিতে ।
হারমোনিয়ম কাঁধে নিয়ে ছুটে যেতে  অনুষ্ঠান মঞ্চে
যদি তোমার উত্তরপুরুষের গানে আসে অভিনব মুহূর্ত,
উত্কর্ণ হয়ে শুনতে সঙ্গীত আলাপের প্রতিটি ঝঙ্কার ।


আর একজন ছোট্ট ঘরটাকে সহজে সাজাতো মুক্তমঞ্চ
কয়লা ধোঁয়া আরশোলা ইঁদুর লোডশেডিং সুখে অসুখে,
এসোজন বসোজন উত্সব শোকে অদ্ভূত আনন্দী তিনি।
পঞ্চদীপের সলতে উসকে দিতে কতবার হাত পুড়েছে,
তোমরা ছিলে আলোর উত্সে যাবার সোপানের মতন ;
একে একে মাড়িয়ে যে'যার মতন আলোকিত জীবন ।


অমোঘ নিয়মে ঘটতে থাকে ছন্দপতন,খসে যায় তারা
আবার তালে বিভ্রাট, সুরে ঘটে বিচ্যুতি এ নতুন অধ্যায়।
রাতের আকাশ জুড়ে আলোক জ্যোতি রাশিপুঞ্জ থেকে  
এখনো পথ দেখাও; শ্রম দিয়ে যা পাও তাতে খুশি হও।
এখন নিজ নিজ ক্ষেত্রে কত স্থবিরতা আর হিম শীতলতা
এখন তোমাদের শেষ আশীর্বাদের জন্য অপেক্ষা করছি ।