একসময় একঘেয়ে গান থেমে যায়
শুধু চোখের জল দাগ রেখে যায় ।
নদীর ওপার ক্রমশ ধুসর হতে থাকে
ফেরা পাখির ডানায় রোদ্দুর লুকায় ।


পেটের খিদের কথা ভুলতে পারিনা
বৃষ্টি ভেজার আনন্দ লুকাতে পারিনা ।
কুন্ডুলি ধোঁয়ায় মানুষ অদৃশ্য হয়
দাউদাউ আগুনে সব একমুঠো ছাই ।


যত্রতত্র ভাঙ্গা হাঁড়ি কলসির খন্ডচিত্র
বটের ছায়ার ঝুপড়িতে শবের প্রতিক্ষা ।
বাসী ফুলের গন্ধে মৃত্যু মিশতে থাকে
কপালে হাত জীবনের হিসাব নিরীক্ষা ।