এখন আর ছুমন্তরে সে আসে না ।
কাছে ডাকলে সে আঁচল উড়িয়ে দেয় বাতাসে ।
যত বলি এসো বসো আহারে এই হৃদিমাঝে
সে ততই এড়িয়ে যায় এখানে ওখানে
              দিয়ে বারেবার নানান বাহানা।
আমি ঠায় বসে থাকি প্রতিক্ষায়
সময় চলে যায় নদীর স্রোতের প্রায়।
বসন্ত আসে বর্ষা আসে তবু তার সময় হয়না ।
শীতের কাঁথা আসে ঘুমের ভিতর স্বপ্নে আসে
              শরীর তীব্র উষ্ণতা খুঁজে মরে ।
পাতা ঝরিয়ে নব কিশলয়ে যৌবন জাগে
তরঙ্গ জাগে স্রোতস্বিনীর ধেয়ে চলে সাগরে।
একা চাঁদ বুঝি ক্ষয়ে ক্ষয়ে মুখ লুকালো মেঘে
রাতের পারিজাত সকাল হয়ে ঝরে ঝরে গেল ।
           একরাশ অপূর্ণতায় এখন অপেক্ষায় ।