দেখতে কি শুধু তুমিই পারো মেয়ে
কি দেখো বলতো দূরের আকাশে শঙ্খচিল ?
নাকি নীল আকাশে যে মেঘগুলো ওড়ে ওদের;
ভোরের সূর্যে তুমি কি উষ্ণতা মাখো সারা শরীরে
বিকেলে পড়ন্ত বেলার সিঁদুর আলো মেশাও চুলে ।


দেখতে পারনা মেয়ে, যে তোমায় দেখে অনুক্ষণ
অমন অবহেলায় কুমারী গন্ধ রেখে যাও কেন?
দেখাও যেন তুমিই পৃথিবীর একমাত্র অপাপবিদ্ধা
মালা যদি নাই গাঁথবে অত বকুল কুড়াও কেন?
রাত বাড়লে ছাদে তারাদের ভিড়ে কাকে খোঁজ ?


দেখে ও না দেখার ভানে থাক কি করে মেয়ে ?
আমার চোখে চোখ রাখলেই দেখবে অন্য জগত!
তখন শঙ্খচিল ডানায় নীল আকশে পরিক্রমন
তখন শরীর জুড়ে শুধু বর্ষা ভেজা বকুল গন্ধ ;
তখন হারালে বারে বারে, খুঁজে নেব তারার ভিড়ে।