কখনো কখনো অদ্ভূত নিরবতা
আবার কখনো তরঙ্গায়িত চঞ্চলতা
কখনো অলক্ষ্যে তিরতির পাখার ঝাপটানি
তখনি সমুদ্রে তুফানী ঝড় মেঘ গর্জনে বিদ্যুত ঝলসানি ।
তোমার নাম কে দিল তিতলি ?
সবার হৃদয়ে আনন্দ দাও জলাঞ্জলি ।


এত আলো হাসি গান খুশি
এত ঝিলমিল ভালবাসাবাসী ।
এক গুন্ডুসে নিমেষে নেবে কেড়ে
সারাটা বছর চেয়ে থাকে এ দিনের তরে।
তোমার নাম যদি হয় তিতলি
দাওনা খুশির পাখনা মেলি ।


রোদ ঝলমল দিন এনে দাও ;
শ্বেত দোপাটির চোখে চোখ মেলাও।
নীল আকাশে উড়বে সাদা মেঘের ভেলা
সবুজ মাঠে দুলবে ঝালর কাশের দোলা ।
শান্ত মেয়ে তিতলি হও হাজার খুশী দিয়ে ,
কৈলাশ থেকে মা এসেছে অমল হাসি নিয়ে ।