কেউ মনে রাখে কেউ মনে রাখে না ।
জীবনের টুংটাং শব্দগুলো যেন জলতরঙ্গ;
বেজে যায় বাজে উদয় থেকে অস্ত ;
অশ্রুত শব্দগুলি জাগে রাতের অন্ধকারে,
নিশিথিনীর মত শোনায় আরব্য রজনী।


কেউ মনে রাখে কেউ মনে রাখে না ।
নদীর পাড়ে যে ঢেউয়েরা আসে ফিরে যায়
ওদের কাছেও অনেক শব্দের গল্প
কিছু হেরে যাওয়া কিছু বিজয়ের ;
কান পেতে শুনেছ কি সেই ইতিহাস?


কেউ মনে রাখে কেউ মনে রাখে না ।
কে যেন শব্দ গঞ্জনা সহ্য করতে পারেনি ;
চলে এসেছে একবুক নিস্তব্দ শব্দ নিয়ে ,
সময় দিবস রজনী কেউ যখন সাথে নেই
স্রোতস্বিনী দুহাত বাড়িয়ে বলে চলে এসো
আর একটা শব্দ জমে নদীর বুকে 'ঝুপ' ।