আজ শব্দেরা মোটেই পাত্তা দিচ্ছেনা ।
ধরতে গেলেই কেমন সময়ের মতন পিছলে যায়।
না না সকালের নরম রোদ্দুরের মতন ফুরিয়ে যাচ্ছে ।
কিম্বা রঙিন প্রজাপতি হয়ে একফুল থেকে আর অন্য ফুলে।
ওইতো আবার জলের মাছ হয়ে মুখ দেখিয়ে ডুব দিল;
এই দেখো আবার ভোকাট্টা ঘুড়ি হয়ে বেহাওয়ায় উড়ে গেল;
ধরে বেঁধে আনতে গিয়ে মুস্কিল লজ্জবতীর মতো নেতিয়ে গেল ।
যেই ছেড়ে দিয়েছি অমনি ঝর্নার মত কলকল হাসিতে বয়ে গেল।
দূর থেকে অচেনা পাখীর স্বরে যেটা বলে গেল শুনেতো অবাক
আজ ছুটি নিয়েছি। আজ স্বাধীন হয়ে যেমন খুশি তেমন থাকব।
তুমি ও কাগজ কলম রেখে বৃষ্টি ভেজা কদমের সৌরভ নাও।