শন শন হাওয়া বয়
মনে জাগে বড় ভয় ।
বাতাসেতে ধুলি কণা
মন হলো আনমনা ।
                        চই চই হাঁসগুলো
                        দুলে দুলে ঘরে ফেরে ।
                        ডাকাতের মত মেঘ
                        আকাশটা ঘিরে ধরে ।
কই কই কোথা গেল
ছাগলের ছানাগুলো ।
ছাগী মা খুঁজে ফেরে
দিনে রাত নেমে এলো ।
                         পই পই বলেছিল
                         যাসনে ওরে ঝড়ের দিনে ।
                         কে শুনবে মায়ের কথা
                         ছুট ছুট আম বাগানে ।
লক লকে জিভ খানা
কালো মেঘ দেয় চিরে ।
ফোঁস ফোঁস ধ্বনি জাগে
সাত নাগ চারিধারে ।
                          ঝির ঝির ঝর ঝর
                          আকাশটা ভেঙ্গে পড়ে ।
                          কড় কড় করাতে  
                          কোথা যেন বাজ পড়ে ।
সোঁদা সোঁদা ভিজে মাটি
লেবুর পাতায় করমচা ।
আম কুড়ানো শেষ হল
যা বৃষ্টি থেমে যা ।
                          আয় আয় আয় বাছা  
                          কু ডাকছে মা'র মন ।
                          ছাগল ছানা মা'র সোনা
                          ফিরল ঘরে ঠিক তখন ।