পথ চলতে গ্রহন করতে হয় নোতুনকে
নোতুনের সাথে সাথে আসে কিছু পাঁক।
পাঁকেই যে ফুটে ওঠে নিস্পাপ পদ্মফুল
পদ্মফুলেই সেই দেবী দশভুজার পূজা।
দশভুজার আহ্বানে আগমনী গায় দশদিশি
দশদিশির আমন্ত্রণে আলোর আলোকমালা।
আলোক মালায় মাতল ভুবন আনন্দ উৎসব
উৎসব শুরু প্রাঙ্গন জুড়ে মনেতে জাগে হর্ষ ।


হর্ষের সময় ফুরিয়ে যায়, আসে নবমী নিশি
নবমী নিশিতে বেজে ওঠে বিসর্জনের বাঁশি।
বাঁশীর সাথে কাঁসর বাজে বাজছে জয়ের ঢাক
জয় ঢাকেতে তাল ছোটে ঠাকুর থাকবে কতক্ষণ
কতক্ষন আর থাকবে! এবার যে দেবীর বিসর্জন
বিসর্জনেই দিন গুনি, গাই মায়ের আগমনী গান।