ধ্বংস ধ্বংসতো সৃষ্টির কথায় বলে বলে যায়।
সৃষ্টি সৃষ্টির বীজে লুকিয়ে আছে একটা আগামী ।
বীজ বীজের ভিতরে সুপ্ত থাকে একটা জীবন ।
সুপ্ত  সুপ্তাবস্থার মধ্যে লুকিয়ে মানব না দানব ।
দানব দানবের হস্তে টুকরো হবে এই সভ্যতা।
সভ্যতা সভ্যতায় গড়ে ওঠে এক মানব শৃঙ্খল ।
মানব মানবের চেতনা চিন্তার ফসল উক্ত সমাজ।
সমাজ সমাজের শৈল্পিক নিবেদনে শিল্পী মহান।
শিল্পী শিল্পীর সৃষ্ট সৃষ্টিতে সমাজের প্রভাব পড়ে ।
প্রভাব প্রভাবিত সৃষ্টির হাত ধরে থাকে সর্বকালের ।
কাল কালের চাকায় ঘূর্ণায়মানে আনে নব দিক নির্ণয় ।
নির্ণয় নির্ণীত জনতাকে দেয় অফুরান আত্মিক আনন্দ।
আনন্দ আনন্দিত রূপে ছড়ায় বিস্ময়কর এক আলো ।
আলো আলোক ছটায় দিগন্ত জুড়ে আগমনীর আভাস ।