আজ কেন সন্ধ্যার মুখে পাখিরা সব ফিরলোনা
ভেজা পালকে অস্তরবির আলো মেখে নিতো;
নীল আকাশে ঠিক মালার মত  উড়ে যেতো
পাখপাখালির শব্দে বাতাস কেমন উদাসী হতো ।

এই সময় ঘোষদের পুকুরে বকুল ছুটে যেত  
উড়াল দেখে স্নিগ্ধ জলে শরীর জুড়িয়ে নিত।
নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর পেতনা সে
পাখিরা কেনই বা ফিরে যায় কেনই বা আসে?


প্রশ্নটা মনে বারবার আজ ওরা কেন এলোনা ?
এই আসে আসে করে কাজলা সন্ধ্যা ঘনালো।
কার ঘরে বউ শাঁখ বাজিয়ে প্রদীপ জ্বালালো  
মনে মনে ভাবে সে পাখিরা কি পথ হারালো ?


নকুরবাবু বাবুই ঘাসের ঝোপ থেকে লুকিয়ে দেখে  
কালো জলে রাজহংসী'র একান্ত আপন জলখেলা ।
নকুর নিজেকে ভেবে নেয় একটা ক্ষুদার্ত নেকড়ে
জলপরী ডাঙায় উঠতেই অতর্কিতে ঝাঁপ সাঁঝবেলা ।


বাবুইঘাসে ছটফটানি পাখির মত ডানা ঝাপটানি
ওতপেতে শিকারী ছিল বোবা মেয়েটা জানতইনা;
তবু নিস্পাপ জোনাকিরা আলো জ্বেলে খুঁজে গেল  
পাখিদের সাথে মেয়েটাও আজ ঘরে ফিরলোনা!