প্রশ্নের পর প্রশ্ন আসে উত্তর কিছু নাই ।
বিস্ময়ের পর বিস্ময় থাকে অপেক্ষায় ।
ঘুমের পর ঘুম কি দেয় চরম নিদ্রাব্স্থা?
হাতের পর হাত রেখে দিয়েছ আস্থা ।
ঢেউয়ের পর ঢেউ কোথায় হারিয়ে যায়?
কথার পর কথা ভাবনা ফসল বুনে যায়।
রাতের পর রাত না বলা ভাষা অন্ধকারে
একের পর এক নিঃশব্দ অভিমানে বাড়ে ।


যুগের পর যুগ অনামী সে শিল্পীর সৃষ্টি
দিনের পর দিন জেগে থেকে বাঁচায় কৃষ্টি ।
ইচ্ছার পর ইচ্ছারা জমেছে অন্তরে বাহিরে
স্বপ্নের পর স্বপ্নেরা ভিড় করেছে নদীতীরে ।
আমার পর আমি প্রশ্ন করব অপার বিস্ময়ে
তোমার পর তুমিও দর্পনে উত্তর খুঁজে নিয়ে ।