না বলা কত কথা গভীর গোপনে থাকে  মনেতে  
শরীরে মধ্যে সিধিয়ে যাওয়া সেই সিসের গুলিতে ।


কনকনে শীতের রাতে বরফে মোড়া চাঁদনী রাত
অদ্ভুত সফেদ যেন করোটির হাসি শুনি দাঁতে দাঁত ।


তুমি কি এখন মেয়েকে ঘুম পাড়াতে দ্বন্দ আর দোলায়
শনশন ঝড়ে পাইনের বন যত শরীরে জোত্স্না ঝরায় ।


যতক্ষন শরীরে রক্ত নদী বইবে ততক্ষন এ জীবন ঘড়ি
তেরঙ্গা উড়বে উড়তে দেখবে এই জাগ্রত সীমান্ত প্রহরী ।


অসময়ে বিশ্রাম দিতে ঐ যে আসে ওইতো আমার সাথী
আমার জন্য ও ওর জন্য আমরা দুজনে দুজনার সমব্যথী ।


আজ কেন তুই অচেনা? মিত্র না শত্রু? মুখেতে তীব্র আলো?
সাদা বরফে তাজা রক্তে লাল, আর্তনাদে পাহাড় কেঁপেছিল ।