বুকের ভিতর জমানো যন্ত্রণা
জমে জমে এখন ব্যথা পাহাড় ।
এ কেমন বন্ধন করিনি কল্পনা
কুরে কুরে খেয়ে করছে সাবার ।
নিঃস্বাস নিমেষে হয় দীর্ঘশ্বাস
হৃদয় পুড়ে পুড়ে হয়েছে ভাগার ।
শুকুনেরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মাস
শান্তি খোঁজার নেই কোন অবসর ।


তবু দিন মাস বছর যায় ঘুরে ঘুরে  
শীত সম্পর্ক নড়ে'না থাকে অনড় ।
মিলবেনা জানি মাটি বিনা সমরে
এসে দেখি ভাঙছে নদীর পাড় ।
এখনো রাখি বুকেতে আশা ঢেউ
সাদা পাল নাও ভিড়েছে তীরে ।
এলো বুঝি নিজের কাছের কেউ
আশা প্রদীপ নিভেছে বারেবারে ।