ঝন ঝন করে পড়ল মেঝেতে বাসনগুলো সবিতার হাত থেকে।
বন বন করে তার মাথাটা হটাত ঘুরে গিয়েছিল তাই কি ?
কট মট করে ঠাকুমা দৃষ্টিতে অভিশাপ দিলেন অনবরত
ছট ফট করে একের পর এক গুছিয়ে নিতে থাকে সে ।
ঝক ঝক করে গিন্নীমা'র বর্ষিত হয় আগ্নেয়গিরির লাভা ;
বক বক করে বৌমা ফটাস শব্দে টিভি সুইচ বন্ধ করে ।
ঠক ঠক করে লাঠি ঠুকে দাদু বলে বাড়িতে হচ্ছেটা কি ?
ঢক ঢক করে কর্তামশাই জল খেতে গিয়ে ফেলে দেয় ।
ঘুম ঘুম চোখে কলেজ ছেলে বলে বাড়িতে বুঝি ডাকাত ?
ঝুম ঝুম ঘুঙুর রেখে ঝুমা বলে আজ নাচের তালিম বন্ধ ।


তুল তুল গালে ছোট্ট তিন্নি বলে দিদি খুব লেগেছে তাইনা ?
ছল ছল চোখে সে উত্তর দেয় তিন্নি'দি আমিতো ঠিক আছি ।
ফিস ফিস করে তিন্নি বলে জানি তোমার খুব খিদে পেয়েছে!
ঘুস ঘুষ জ্বরে কাবু তাও তুমি কাজে এসেছ এখনি বাড়ি যাও।