শহরটা এগিয়ে চলেছে নিয়ে এক আকাশ যন্ত্রনা ।
এতো আলো তবু কিছুতেই অন্ধকার হার মানেনা ।
চামড়া কুঁচকানো বয়স্ক মানুষটার লাঠি হারিয়ে গেছে ।
রাত গভীরে জানলায় চোখ রাখছে ঘসাকাঁচ মুছে ।
ভুল করে একটা মথ ঘরের ভিতর ঢুকে পড়েছে ।
ছটফট করছে বুঝি নিরপত্তা হীনতায় ভুগে চলেছে ।
ঘুমের ওষুধ খেয়ে নিশ্চিন্তে পাশের মানুষ ঘুমায়।
মথের স্বাধীনতা খর্ব লুকানো মাকড়ের লালসায়  ।
উর্বশীর গালে লাল চুনির মতন আদুরে একটা তিল ।
পৌষমাস আর সর্বনাশ ভোরের কাগজ খুলেছে খিল  ।